চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা

নতুন চুল গজাতে বা চুল পড়া কমাতে অনেকেই ঘরোয়া উপায়ে পেঁয়াজ ব্যবহার করেন। কিন্তু আসলেই এটি কার্যকরী?




চুলের যত্নে আমরা প্রতিনিয়ত অনেক কিছু ব্যবহার করে থাকি এবং চুলের নানা সমস্যা দূর করতে অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করি।কিন্তু কোন পদ্ধতি সবচেয়ে বেশি উপকারী এবং  কার্যকরী তা জেনে নেয়া যাক।
‎চুলের যত্ন নিতে এবং চুলের নানান সমস্যা থেকে সমাধান পেতে পেঁয়াজের ব্যবহার অন্যতম।বিশেষজ্ঞদের মতে পেঁয়াজে আছে দুই ধরনের উপাদান একটি হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল।এটি সাধারণত মাথার ত্বক সুস্থ রাখে এবং খুশকি দূর করে।সহজ কথায় পেঁয়াজের রস মাথার ত্বককে ফাঙ্গাস ও জীবাণুমুক্ত রাখে যাতে চুল পড়া কমে খুশকি কমে এবং নতুন চুল একটি স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়।
‎পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার আছে যা রক্ত সঞ্চালন বাড়ায় এবং ফলিকল কে শক্তিশালী করে,এর কারণে চুল পড়া রোধ হয়।চুল ঘন ও লম্বা করার ক্ষেত্রে পেঁয়াজ খুবই কার্যকরী,পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুল দ্রুত বৃদ্ধি করে।পেঁয়াজের নিয়মিত ব্যবহারে চুল মসৃণ হয় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। 


‎এই ছিল পেঁয়াজের উপকারিতা চুলে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এর কিছু অপকারিতা রয়েছে।
‎চুলে পেঁয়াজ ব্যবহারের আধা ঘন্টা পরে ধুয়ে নেয়া উত্তম কারণ পেঁয়াজের গন্ধ সহজে দূর হয় না যাও অনেকের ক্ষেত্রে বিরক্তিকর।এছাড়া চুলে পেজ লাগানোর সময় পেঁয়াজের পানি যাতে চোখে না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে না হলে চোখে জ্বালা হতে পারে। 
‎কিছু কিছু মানুষের ক্ষেত্রে এলার্জি দেখা যায়।সেনসিটিভ স্কাল্পে লালচে দাগ ও চুলকানি হতে পারে।তাই পেনসিটিভ ত্বক বাচুলে সমস্যা থাকলে এটি ক্ষতিও করতে পারে।
‎কিভাবে চলে পেঁয়াজ ব্যবহার করবেন? 
‎পেঁয়াজের রস ও নারিকেল তেলের হেয়ার মাস্ক।
‎একটি পেঁয়াজকে ব্লেন্ড করে রস থেকে নেয়ার পর দুই চামচ নারিকেল তেল সঙ্গে মিশিয়ে মাথার ত্বকে লাগান ৩০ মিনিট রেখে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এক্ষেত্রে পেঁয়াজের গন্ধ থাকবে না। 
পেঁয়াজ ও অ্যালোভেরা জেল 
‎সমান পরিমাণ পিয়াজের রস ও অ্যালোভেরা জেল মিশিয়ে মিসকল লাগান,সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করলে ফলাফল পাওয়া যাবে।

‎পেঁয়াজ প্রাকৃতিক উপাদান বিধায় এটি চুলের ক্ষেত্রে সত্যিই কার্যকরী তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে তাই নিয়মিত ব্যবহার করার আগে একবার প্যাচ টেস্ট করে নেয়া ভালো।সঠিকভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ, চুল ঘন করা ও নতুন চুল গজানো হিসাবে দারুন কার্যকরী।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ব্লগি জোনের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url